নিজস্ব সংবাদদাতা : হলুদে সেজেছে জামালপুরের মাঠ। জেলার প্রতিটি উপজেলাতেই আবাদ করা হয়েছে বিভিন্ন জাতের সরিষা। বিস্তীর্ণ এলাকা জুড়ে যে দিকেই চোখ যায় হলুদের সমারোহ। বাতাসে ভেষে আসা সরিষা ফুলের মৌ মৌ সুভাসে মন হারিয়ে যাবে যে কারও। আর এ সুযোগকে কাজে লাগিয়ে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষিরা। এবার ২২ হাজার ৭৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও আবাদ করা হয়েছে ২০ হাজার ৬৫০ হেক্টর জমিতে। বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সাত হাজার ৭৫০ কেজি মধু আহরণ করেছে মৌচাষিরা। তবে সরিষাবাড়ি, ইসলামপুর, বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও নান্দিনা, নরুন্দি ও জামালপুর সদরেও ব্যাপক হারে সরিষার আবাদ হয়েছে বলেও কৃষি অফিস সূত্রে জানা গেছে। জামালপুর জেলায় সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে দেশের বিভিন্ন অঞ্চল নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, জয়পুরহাট, জামালপুর ও সাতক্ষীরা জেলার আট থেকে ১০টি দল বিভিন্ন উপজেলার গ্রাম ও নদীর তীরবর্তী এলাকায় আস্তানা গেড়েছে। কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এবার ২২ হাজার ৭৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও আবাদ হয়েছে ২০ হাজার ৬৫০ হেক্টর জমিতে।