অনলাইন ডেস্ক : তিনটি করে ওয়ানডে আর টি টোয়েন্টি খেলতে আজ নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে বিসিবিতে বোর্ড সভাপতি সাহস দিয়েছেন দলের খেলোয়াড়দের।

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে খেলা। তারপরও সাম্প্রতিক ক্রান্তিকাল কাটিয়ে এই সফরে ঘুরে দাড়াতে মরিয়া তামিম, মুশফিকরা। সফরের আগের দিন বিসিবিতে হয়েছে জার্সি উন্মোচন।

তার আগে বোর্ড সভাপতির সাথে মত বিনিময় করেছেন দলে থাকা ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের কোয়ারেন্টিন সেন্টারের কড়াকড়ির চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত আছেন বলছেন পেসার তাসকিন।

আইপিএলের কারণে অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্ট না খেললেও খুব বেশি পার্থক্য গড়বে না মনে করেন তাসকিন। সফরে তিনটা করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

২০শে মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।

ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬শে মার্চ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ওয়ানডে শেষ হওয়ার একদিন পরই দুই দল টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে।

২৮শে মার্চ প্রথম টি-টোয়েন্টি হ্যামিল্টনে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ৩০শে মার্চ ও ১লা এপ্রিল। ম্যাচগুলো হবে নেপিয়ার ও অকল্যান্ডে। প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ১২টায়।