স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরের ভাটিকাশরস্থ ক্যাথেড্রাল গির্জা হাউসে চলে বিশেষ প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহের ধর্মগুরু বিশপ পল পনেন কুবি। প্রার্থনায় বিশ্ব জাতির শান্তি ও মঙ্গল কামনা করা হয়। এতে সব বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বী নারী-পুরুষ ছাড়াও ময়মনসিংহে বসবাসরত বিদেশী নাগরিকরা অংশ নেন। এছাড়া জেলার প্রতিটি গির্জায় একই ধরনের আচার-অনুষ্ঠান পালন করা হচ্ছে। গির্জাগুলোতে রঙিন বাতিসহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপাসনালয়, গির্জা এবং বড়দিন উদযাপন অনুষ্ঠানস্থলগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।