স্টাফ রিপোর্টার : ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচুড়া চত্বর থেকে বিকাল ৩টায় বিশাল বিজয় পতাকা মিছিল শুরু হয়ে টাউনহল মোড়ে গিয়ে শেষ হবে। বিজয় পতাকা মিছিল উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মো: জহিরুল হক খোকা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বিজয় পতাকা মিছিলে সকলকে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন।