ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য গুদামে আমন ধান ও চাউলের সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হুমায়ুন কবির, খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন খালিদ কাজল, মিলার কালাম সরকার প্রমূখ। চলতি আমন মৌসুমে ২১০৫ মেট্রিক টন ধান, প্রতি কেজি ২৬ টাকা ধরে ৩ হাজার কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। অফিস সূত্রে জানা যায়, উপজেলায় লাইসেন্সধারী ৪৬টি মিলারের কাছ থেকে ৯৭৪ মে.টন আমন চাউল ৩৬ টাকা কেজি ধরে চাউল সংগ্রহ করা হবে। স্বচ্ছ কৃষি তালিকা প্রণয়ন না করার কারণে কৃষি জমিহীন এবং মৃত ব্যক্তির নামও লটারীতে ধান সংগ্রহের তালিকায় আসে। কৃষি বিভাগ কৃষকের তালিকা প্রণয়নের সময় কৃষকের দলিল, পর্চা যাচাই বাছাই না করেই শুধুমাত্র ভোটার আইডি কার্ড নিয়ে তালিকা প্রণয়ন করার ফলে প্রকৃত কৃষক ধান দেয়া থেকে বঞ্চিত হয়। এ ব্যাপারে একাধিক বঞ্চিত কৃষক আক্ষেপ করে বলেন, জমি থাকার পরও ধান দিতে পারলাম না। অথচ জমি নেই তাদের নাম লটারীতে উঠে আসে। কৃষি বিভাগের গাফলতির কারণে শতশত কৃষক ধান দেয়া থেকে বঞ্চিত হল। পুনরায় জমির কাগজপত্র, দলিল, পর্চা যাচাই পূর্বক সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে ধান সংগ্রহের দাবী জানান কৃষকরা।