দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আমন ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নেত্রকোনা-১ আসনের এমপি মানু মজুমদার। বুধবার দুপুর ১টার দিকে বিরিশিরি খাদ্য গুদাম কার্যালয়ের সামনে ফিতা কেটে ধান ক্রয় শুরু করেণ তিনি। এর আগে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে মানু মজুমদার এমপি’র উপস্থিতিতে ধান ক্রয়ের লটারী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত ইউএনও রুয়েল সাংমা, ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পাভেল চৌধুরী সুমন, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক প্রমূখ। সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধান ১৫৭১টন,চাল ৩০৫টন।