নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীর সীমান্তবর্তী উপজেলা কাজীপুরে পরিত্যক্ত কলা গাছের বাকল থেকে উৎপাদিত হচ্ছে উন্নতমানের সুতা। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে এই সুতা তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে সুতা তৈরি করে মজুদ করছে চার তরুণ উদ্যোক্তা। তারা হলেন- মো. মোহন (২২) ও মো. নাইম ইসলাম (২১), মো. শামীম রানা (২৩), মো. নাঈমুর রহমানের (২৪)।

জানা যায়- সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর উপজেলার ৮নং চরগিরিশ ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামের নাম গুয়াখড়া। পার্শ্ববর্তী চর পোগলদিঘা গ্রামের মো. আসাদ মিলনের (৩৫) পরামর্শে এবং ইউটিউব দেখে প্রথমে ময়মনসিংহ থেকে এই সুতা তৈরির মেশিন কিনে এনে সুতা উৎপাদন শুরু করেন। এই সুতা পরিবেশ বান্ধব হওয়ায় বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। তাই সরকারি সহযোগিতা পেলে বিদেশে রপ্তানি করে দেশের কাজে নিজেদের আত্ম নিয়োগ করার আশাবাদ ব্যক্ত করেছেন তরুণ এই উদ্যোক্তরা।

মোহন জানান, ইতোমধ্যে বিদেশি ক্রেতারা এসব সুতা বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাচ্ছে। এর ন্যায্য দাম কতো আমরা জানতে পারিনি। কলাগাছ দিয়ে তৈরিকৃত সুতার বাজার দর ঠিক করা, পরিত্যক্ত বর্জ্য জৈব সার হিসেবে ব্যবহারের উপযোগী করা। স্বল্প সুদে আমাদের ঋণের ব্যবস্থা করা হলে এটি টিকিয়ে রাখা সম্ভব। সেই সাথে বিদেশে সুতা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।