মোঃ হাবিবুর রহমান : বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশন বাঁশদী আছিম, ফুলবাড়ীয়া এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে ফুলবাড়ীয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, দুস্থ্য, প্রতিবন্ধী ও অসহায়ত্বদের মাঝে ৩শ কম্বল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন হীরা, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, শাহবুদ্দিন ডিগ্রী কলেজ গভার্নিংবডির সদস্য ও সমাজ সেবক আবু সাঈদ চৌধুরী, সমাজ কর্মী মোঃ হাবিবুর রহমান শাহীন। তীব্র শীতের মাঝে বিশেষ করে প্রতিবন্ধীরা শীত বস্ত্র পেয়ে মহাখুশি।