নিজস্ব সংবাদদাতা : ভৈরবে ৫ বছরের পলাতক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার সকালে গ্রেফতারকৃতকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। সে শহরের চন্ডিবের গ্রামের মৃত তমিজ উদ্দিনেরপুত্র।

মামলার এজাহারে জানা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিল দুপুরে ভৈরবের পুরাতন ফেরীঘাট এলাকায় চন্ডিবের গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র জামাল মিয়ার সাথে মুদি দোকানদার একই এলাকার রফিকুল ইসলামের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম উত্তেজিত হয়ে ছুরি দিয়ে জামালকে উপর্যুপুরি আঘাত করলে জামাল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের ছোট ভাই কামাল মিয়া বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ২০১৭ সালের ১২ অক্টোবর কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আসামির অনুপস্থিতিতে মৃত্যুদন্ডের রায় দেন। দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর পুলিশ রফিকুল ইসলামকে মঙ্গলবার রাতে শহরের চন্ডিবের থেকে তাকে গ্রেফতার করে ।