স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ময়মনসিংহ জেলা শাখার ৪ দফা দাবি বাস্তবায়নে নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৃথক ব্যানারে ময়মনসিংহ জেলার ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এবং পিডব্লি¬উডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দ অভিন্ন ৪ দফা দাবি তুলে ধরেন-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছর অপরিবর্তিত রাখা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন স্থগিত করে পূর্বতন অধিকার বলবৎ রাখা, ঢাকা মহানগরে বিল্ডিং নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ এবং উপ-সহকারী প্রকৌশলীদের সহকারি প্রকৌশলী পদে পদোন্নতির কোটা ৩৩% হইতে ৫০% উন্নীত করা।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ করোনা স্বাস্থ্য বিধি অনুসরণ করে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর নিকট শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।