মো:মঈন উদ্দিন রায়হান:
আয় বর্হিভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহের সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর চামড়া গুদাম এলাকার বাসায় অভিযান চালিয়ে দুদক তাকে গ্রেফতার করে।
দুদকের স্থানীয় সূত্র জানায়, আয় বর্হিভূত প্রায় ৭৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ ময়মনসিংহের সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীর বিরুদ্ধে এর আগে মামলা দায়ের করে দুদক। এই মামলায় মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। দুদক জানায়, মোকসেদ আলী প্রায় ৭৮ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য দাখিলের জন্য দুদকে দাখিল করতে বলা হলে সে প্রায় ৩২ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য দুদকের কাছে গোপন করে। যা তার আয়ের সাথে সঙ্গতি বিহীন।
আটককৃত সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।