গোলাম রব্বানী টিটু :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন এর প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া ব্লকের বড় রাংটিয়া গ্রামে ব্রিধান-৮৭ জাতের রোপা আমন চাষের উপর মাঠ দিবসের আয়োজন করা হয়। কৃষক সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেন। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিন, আল-আমিন, ওয়াশিমুল মাশাহুর রাজিব প্রমুখ। এসময় কৃষকদের উদ্দেশ্যে বক্তারা, ধান উৎপাদনে খরচ কমাতে রোপা আমন ব্রিধান-৮৭ চাষের পরামর্শ দেন। মাঠ দিবসে এলাকার কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।