স্টাফ রির্পোটার : দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহে পুলিশের সাবেক এক এসআইকে গ্রেফতার করেছে।
৫৭ লক্ষ ৬৯ হাজার ৪৮২ টাকা জ্ঞাত আয় বহির্ভুত দুর্নীতির মামলায় পুলিশের সাবেক এস আই আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে আব্দুল জলিলকে শহরের আকুয়া হাজিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে ময়মনসিংহ দুদক এর একটি দল।
পুলিশের সাবেক এস আই আব্দুল জলিল ও তার স্ত্রী আসমা বেগমের বিরুদ্ধে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী ৫৭ লক্ষ ৬৯ হাজার ৪৮২ টাকা জ্ঞাত আয় বহির্ভুত দুর্নীতির মামলা করেন ময়মনসিংহ দুদকের সহকারী পরিচালক একেএম বজলুর রশিদ।
গ্রেফতার পুলিশের সাবেক এস আই আব্দুল জলিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।