মো: মঈন উদ্দিন রায়হান :
আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা ইজতেমা। ময়মনসিংহের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ৭ নভেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম-বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তিন দিনব্যাপী জেলা ভিত্তিক তাবলীগ জামাতের বার্ষিক ইসলামিক মহা-সম্মেলন ইজতেমা।
আঞ্জুমান ইদগাহের বিশাল মাঠের উপর ইতোমধ্যে নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বরপ্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ এরই মধ্যে চলছে। সুস্পষ্টভাবে বয়ান শোনার জন্য পুরো মাঠে প্রায় শতাধিক বিশেষ মাইক বসানো হয়েছে।
মাঠ প্রস্তুতির তদারকির দায়িত্বে নিয়োজিত বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন জানিয়েছে ইজতেমার মাঠ জুড়ে সকল প্রস্তুতি শেষ ।
এদিকে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ব্যবহৃত অস্থায়ীভাবে স্থাপিত শতাধিক কাচা টয়লেটের মলমূত্র পয়ঃনিষ্কাশন ও তৎস্থানে ফিনাইল,ব্লিসিং পাউডার ছিটানো,সার্বক্ষনিক পানির সরবরাহের ব্যবস্থা,পরিষ্কার-পরিচ্ছন্নতা,মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে মাঠ ও আশপাশ এলাকায় মশা নিধন ঔষধ স্প্রে করার কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষন ও তদারকি ব্যবস্থা করা হয়েছে ।
ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হবে ৪টি পথ। ইজতেমা মাঠ জুড়ে থাকছে পর্যাপ্ত লাইট ও নিরাপত্তায় থাকবে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাশাপাশি থাকবে ইজতেমা আয়োজক কমিটি'র পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবী।
ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার থেকে ও পার্শ্ববতী জেলা গুলো থেকে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছে।
এবারের জেলা ইজতেমা ময়দানে প্রায় ১৫হাজার মুসল্লীর সমাগম ঘটবে এছাড়া আশপাশের কয়েক হাজার মানুষ এই ইজতেমার বয়ান শুনতে পারবে। কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ও দ্বীনের মেহনতের জন্য ইজতেমা ময়দানে এরই মধ্যে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই জেলা ইজতেমা।
এবারের এই তাবলীগ জামাতের জিম্মাদার বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের প্রফেসর ড.মোজাফফর জানান, তাবলীগের হেফাজতীদের উদ্যোগে আগামী ৭ই নভেম্বর থেকে ৯ই নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী এই জেলা ভিত্তিক ইজতেমা চলবে। ইজতেমা যেহেতু দ্বীনের কাজ,আল্লাহর কাজ তাই এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও নেই বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, প্রতিদিন ফজর,জোহর,আছর,মাগরিব বাদ এই ইজতেমায় তাবলীগের বয়ান শুরু হবে। কাকরাইল মসজিদের মুরুববীরা এতে বয়ান করবেন। এই ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগীতা চেয়েছেন।