বিশেষ সংবাদদাতা : শুল্ক ফাঁকির মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক শেখ নাজমুল আলম আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ অক্টোবর এনায়েতুর রহমান বাপ্পীকে একই বিচারক ২ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছিলেন।