নির্মলেন্দু সরকার বাবুল ঃ 'রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে, আমাকে স্মরন করিও আমিই রক্ষা করিব'... শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এভাবেই তার হাজারো ভক্তের ওপর ছায়ার মতো বিচরণ করছেন, রক্ষা করছেন তাদের বিপদে, আপদে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ‘কার্তিক ব্রত’ বা কার্তিক মাসে লোকনাথ মন্দিরে ভক্তরা একযোগে পুরো কার্তিক মাসের শনিবার ও মঙ্গলবার এই উপবাস উৎসবের রূপে পালন করে থাকেন। এই উপবাস উৎসবের ব্যাপ্তি বা আনুষ্ঠানিকতা বেশ জমকালো।

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় সাধুপাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে, গৌতম চত্রুবর্তীর বাড়ির মন্দিরে ও কুল্লাগড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে শত শত সনাতন ধর্মালম্বী নারীরা এই অনুষ্ঠান পালন করেন মঙ্গলবার গভীর রাত পর্যন্ত।