তপু সরকার হারুন : শেরপুর শহরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে শেরপুর পৌরসভা। সোমবার (৬ ফেব্র“য়ারী) বেলা ১২টা থেকে শুরু হয় অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর সড়ক জনপথ ও শেরপুর পৌরসভার সহায়তায় পরিচালিত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদুজ্জামান, বস্তি উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন, বাজার পরিদর্শক রফিকুজ্জামান ঝন্টু। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন বেশ কিছু শ্রমিক উচ্ছেদে অংশ নেয়।

অভিযানের শুরুতেই জেলা শহরের থানা মোড় থেকে নিউমার্কেট হয়ে খোয়ার পাড় শাপলা চত্বর পযর্ন্ত কয়েকটি দোকানপাটের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। পরে থানা মোড় থেকে নিউমার্কেট মোড়, শহীদ বুলবুল সড়ক মোড়, গোয়ালপট্টি ও চকবাজার এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনাসহ ফুটপাতে বসা হকারদের দোকান-পাটও উচ্ছেদ করা হয়। এর আগে গত ৫ বছর আগে ২৬ জুলাই ২০১৭ সালে এ অভিযানটি পরিচালিত হয়েছিল।