সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই শিক্ষার্থীর খোঁজ মিলছে না। তাদের নাম আহসান হাবিব হামজা ও শেখ ইফতেখারুল ইসলাম আরিফ। হামজা নিখোঁজ গত বৃহস্পতিবার থেকে। অন্যদিকে আরিফের সন্ধান মিলছে না গত ৯ জানুয়ারি থেকে। এ পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন দুই পরিবারের লোকজনসহ শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আহসান হাবিব হামজা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ নাজমুল আহসান হলে থাকতেন। শেখ ইফতেখারুল ইসলাম আরিফ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২০১৪-২০১৫ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, 'নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চলছে। সারাদেশে তাদের খোঁজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।'