ঢাকা সসংবাদদাতা :
২০২০ সাল থেকে সব পাবলিক পরীক্ষায় জিপিএ-৪ পদ্ধতির বাস্তবায়ন করা হবে। ফলে আগামী বছর থেকে থাকছে না ‘জিপিএ-৫’পদ্ধতি।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২০ সাল থেকে সব পাবলিক পরীক্ষায় জিপিএ-৪ পদ্ধতির বাস্তবায়ন করা হবে। এই পদ্ধতি কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।