স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর ব্যস্ততম বানিজ্যিক এলাকায় স্বদেশী বাজার মোড়ে রাইট পয়েন্ট নামক ১২ তলা বহুতল ভবন থেকে পড়ে অর্ক প্রিয়া ধর সৃজা (১৫) নামে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সৃজা নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। রবিবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে মেয়েটির ফেসবুকে আইডিতে নিজের জীবন নিয়ে বিশেষ করে পারিবারিক জীবনের শাসন নিয়ে তার ক্ষোভ আর হতাশার কথা লেখা আছে। ঘটনার ১ ঘন্টা আগে লেখাটি পোষ্ট করা হয়েছে বলে দেখা গেছে। এদিকে মেয়েটির পিতা স্বপন ধর নগরীর নগরীর সর্বমহলের সুপরিচিত শিক্ষক ও বিশিষ্ট গবেষক। মেয়েটির এমন মৃত’্যর খবরে নগরীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, সৃজা রবিবার সকালের দিকে তাদের নিজেদের বাসা পুলিশ লাইন এলাকা থেকে তার মাসীর বাসা স্বদেশী বাজারের বাসায় আসে। এখানেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, দুপুর দেড়টার দিকে ভবনটির ওপর থেকে মেয়েটির দেহ নীচে সশব্দে পড়ে। সাথে সাথেই লোকজন কাছে গিয়ে দেখেন দেহে আর প্রাণ নেই। মেয়েটি ভবনটির কোনো তলা থেকে লাফ দিয়েছে নাকি কেউ ফেলে দিয়েছে এ বিষয়টি স্থানীয় কেউই নিশ্চিত করে বলতে পারেননি। মেয়েটির নিথর দেহের সামনে দাড়িয়ে অনেকেই তা ফেসবুকে লাইভ দেন। কিছুক্ষন পরই পরেই জানা যায় মারা যাওয়া মেয়েটি নগরীর বিশিস্ট বাংলা শিক্ষক ও গবেষক স্বপন ধরের মেয়ে।
নিহত স্কুল ছাত্রীর মা অর্পণা দে মেয়ের লাশ জড়িয়ে কান্নাজড়িত কন্ঠে বার বার বলছে, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। সকালে মেয়েকে বাসায় রেখে তিনি তার কর্মস্থললে চলে যান। কখন কিভাবে সে তার মাসীর বাসায় এসে এমন ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছে না।
কি কারনে এমন ঘটনা ঘটলো এ নিয়ে নিহতের স্বজনরা স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
তবে, মেয়েটির ফেসবুক আইডিতেও তার পারিবারিক শাসনের কথা জানিয়ে ক্ষোভ আর হতাশা ছিল। সেখানে সে লিখেছে সে ৩ বছর ধরে আত্মহত্যা করার চেষ্টা করছে। সেই ক্লাশ সিক্স থেকে। এতদিনে তার সাহস হইছে। লেখাটি প্রায় সাড়ে ৮শত শব্দের।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।