নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাটবওয়ালা বাজারের পাশে বানার নদীর ওপর গেল বাইশ বছর আগে নির্মিত হয় একটি সেতু। কিন্তু ২০০৮ সালে সেতুটির বিভিন্ন অংশ ভেঙে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহ ও পথচারীরা। সেতুর রেলিংসহ বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার ফলে প্রায়ই ছোট-বড় দূর্ঘটনা ঘটে। এ অবস্থায় একদল যুবক বাঁশ-কাঠ দিয়ে স্বেচ্ছাশ্রমে মেরামত করে এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন তাঁরা। পাশাপাশি স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মাঝে। যুবকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। যুবকদের এমন ভালো কাজে আনন্দিতও তারা।
শনিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার কাঠবওলা বাজারসংলগ্ন বানার নদীর ওপর নির্মিত সেতুর ভেঙে যাওয়া রেলিং বাঁশ-কাঠ দিয়ে মেরামত করছেন তামিম, মামুন, নাইমসহ এলাকার একদল যুবক। স্থানীয় বাসিন্দা সাবেক চেয়ারম্যান মজনু সরকার বলেন, সেতুটির রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছিল। এ অবস্থায় মেরামত করা খুবই জরুরী হয়ে পড়েছিল।
স্বেচ্ছাশ্রমে সেতু মেরামত কাজে অংশ নেয়া যুবক তামিম বলেন, দীর্ঘদিন ধরে সেতুর রেলিং ভেঙে পড়ে থাকলেও দেখার কেউ ছিলেন না।সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি আমলে নেয়নি। ফলে এলাকার যুবকরা মেরামতে উদ্যোগ নেয়। এলাকার যুব সমাজের উদ্যোগে সেতুটি মেরামত করা হয়। তবে সেতুটি নাজুক দাবী করে তিনি পূনঃনির্মাণের দাবী জানান।
স্থানীয় দাওগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা বলেন, এ সেতুটি বেশ সরু এবং রেলিং ভাঙা থাকায় ঝূকিপূর্ন অবস্থায় চলাচল করতে হতো। স্বেচ্ছাশ্রমে যুবকরা রেলিং বানিয়ে দেয়ায় ঝুঁকি কমেছে। তবে এরই মধ্যে সেতুটি পূনঃনির্মাণে সয়েল টেস্ট করা হয়েছে।