দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় গ্রামে মানবকল্যানকামী অনাথালয়ে তিন দিনব্যাপী বাংলাদেশ হরিনাম প্রচার সংঘ, বাংলাদেশ মানবসেবা সংঘ, নয়নযোগী আশ্রম ও মানবকল্যানকামী অনাথালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও সনাতনী সমাজের উন্নয়নে তিনদিনব্যাপী ৪৯তম সনাতন ধর্মীয় মহা সম্মেলন উদ্বোধন করা হয়।

সোমবার রাত ১০ টায় দেশের বিভিন্ন জেলা,উপজেলা হতে আগত হাজার হাজার হরিনাম প্রচারের ভক্তবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন মানবকল্যানকামী অনাথালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত শ্রী নিত্যানন্দ গোস্বামী নয়ন এর সন্তান শ্রী সদানন্দ গোস্বামী সাগর। উদ্বোধন শেষে মানবকল্যানকামী অনাথালয়ের সভাপতি বাবু হরেন্দ্র কুমার ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা সাহা ফোরাম এর প্রতিষ্ঠাতা ডাঃ সমীর কুমার সাহা।

আলোচনা শেষে অনাথালয়ের শিশুদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে, সনাতন ধর্মসভা, ভক্তিমুলক গান, অধিবাস কীর্তন, হরিনাম মহাযজ্ঞ, মহোৎসব, কবি সম্মেলন, আজীবন সভ্যগনের পরিচিতি এবং ধর্মীয় নাটক।