মো.আনোয়ারুল ইসলাম ভূঞাঁ ঃ কিশোরগঞ্জে আনসার মার্কেটে দোকান ঘর বরাদ্ধ নিয়ে জেলা আনসার ও ভিডিপি কার্য্যালয়ের বিরুদ্ধে আনিয়ম ও দুনীতির অভিযোগ উঠেছে। দোকান ঘর বরাদ্ধ প্রদানে প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী থাকা অবস্থায় বীর মুক্তিযোদ্ধার পুত্র সাবেক অংগীভূত আনসার সদস্য মো. বিল্লাল হোসনকে আনসার মার্কেটের দুটি দোকান ঘর বরাদ্ধ দেয়ার জন্যে সুপারীশ করেন। মন্ত্রীর সুপারীশের প্রেক্ষিতে তৎকালীন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব ৪৪,০৩৩০৪৮,০০২,০০,০০০১৪.৮৮ স্বারকে আনসার ও ভিডিপি,ঢাকা রেঞ্জের পরিচালকে একটি দাপ্তরিক আদেশ দেন। উক্ত আদেশে পেয়ে আনসার ও ভিডিপি,ঢাকা রেঞ্জ অফিস থেকে বিগত ২০১৩ সালের ৫ নভেম্বর বীর মুক্তিযোদ্ধার পুত্র সাবেক অংগীভূত আনসার সদস্য মো.বিল্লাল হোসনকে দোকার ঘর বুঝিয়ে দেয়ার জন্যে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ড কে পত্রাদেশ দেন। উর্ধতন কর্তৃপক্ষের এ আদেশ পেয়ে বিগত ২০১৪ সালে ২৩ জানুয়ারী তৎকালীন কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্য্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা কমাড্যান্ড ড.মো.সাইফুর রহমান দোকান ঘর দুটির দখলদার অফিসের গাড়ি চালক মো.আব্দুস ছালাম আকন্দ ও অফিসের নৈশ প্রহরী মো. আরিফুজ্জামানকে দোকান ঘর ছেড়ে দেয়ার জন্যে চিঠি দেন। একই সাথে সাবেক অংগীভূত আনসার সদস্য মো.বিল্লাল হোসেনকেও ছিঠি দিয়ে জানানো হয় দ্রুত সময়ের মধ্যে আর্থিক দেনা-পাওনা সম্পন্ন করে দোকান ঘরের দখল ও বরাদ্ধ বুঝে নেয়ার জন্যে। অথচ দীর্ঘ ৫ বছরের অধিক সময় পরও মো. বিল্লাল হোসেনকে দোকান ঘরের বরাদ্ধপত্র এবং দখল বুঝিয়ে দেয়া হয়নি। এ দিকে দোকানের বরাদ্ধ পেতে দীর্ঘ ৫ বছর যাবৎ আনসার বিভাগের সব কার্যালয়ে মো. বিল্লাল হোসেন ধর্ণা দিচ্ছেন। অভিযোগ উঠেছে দোকান দুটির অবৈধ দখলদারগন মোট অংকের টাকা দিয়ে জেলার বড় দুই কর্মকতার্কে ম্যানেজ করে রেখেছেন। এ ব্যাপারে জেলা কমাড্যান্ড নাজমুল হক নুরুনবীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে তদন্ত হচ্ছে, কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্য্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ড মোহাম্মদ মুহিন আহমদকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুহিন আহমদের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনি আমার অফিসে আসেন, মোবাইলে আমি এ ব্যাপারে আপনার সাথে কোন কথা বলতে রাজি নই, এই বলে তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।








