মো.আনোয়ারুল ইসলাম ভূঞাঁ ঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে ফিসারী ব্যবসায়ী আলম হত্যা মামলার প্রকৃত আসামীদেরকে বাদ দিয়ে আদলতে চার্জশীট দাখিল করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী ও স্বজনরা। মানববন্ধন করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। বিগত ২০১৮ সনের ৬ আগস্ট দুপুরে স্থানীয় গাঙ্গাটিয়া বাজারে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ফিসারী ব্যবসায়ী আলমকে গুরুতর জখম করে। ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জখমী আলমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের পিতা মো.শহিদুল ইসলাম বাদী হয়ে হত্যাকান্ডে সরাসরি জড়িত ১৪ জনকে আসামী করে হোসেনপুর থানায় অভিযোগ দাখিল করেন। মামলাটি সিআইডির সিডিউল ভূক্ত হওয়ায় বিগত ১৪ আগস্ট মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হয়। সিআইডি পুলিশের পরিদর্শক সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ার মামলার এজাহারভূক্ত ৩নং আসামী মো.চাঁন মিয়া, ৫নং আসামী মো.রুবেল মিয়া, ৬নংআসামী আবু রায়হান ওরফে গাজী, ৭নং আসামী মো.জাকির হোসেন, ১০নং আসামী মো.ফজলুল হক, ১১নং আসামী মো.আঃ হেকিম, ১২নং আসামী এনামুল হক, ১৩নংআসামী মো.আলমগীর হোসেন, ১৪নং আসামী ফারুক মিয়া এই নয় জনকে বাদ দিয়ে চলতি বছরে ৯ মার্চ সিআইডি আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার বাদী ও স্বজনদের অভিযোগ সিআইডি পুলিশ আসামী পক্ষে প্রভাবিত হয়ে তাদের সাথে গোপনে আতাঁত করে আদলতে চার্জশীট দাখিল করেন। স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে চাঞ্চল্যকর এ মামলার বিচার বিভাগী তদন্তের দাবি জানিয়েছেন।