অনলাইন ডেস্ক :ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ। চলতি সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো টি-২০ ফরম্যাটের আসরটি। তবে তা না হয়ে বৈরি দুদেশই যাতে অংশ নিতে পারে সেজন্য নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে আয়োজন করা হবে। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এর আগে পাকিস্তানের পক্ষ থেকেই জানানো হয়েছিলো এশিয়া কাপের এবারের আসরটি তারা আয়োজন করছে না। এরপর থেকেই জল্পনা শুরু হয় কোন দেশে বসবে এবারের আসরটি। সম্ভাব্য আয়োজক হিসেবে শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশের নামও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত দুবাইকেই বেছে নেয়া হলো।