স্টাপ রিপোর্টার : জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ওমানফেরত সেই শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত নন। ফলে শনিবার রাত ১০টার দিকে ছাড়পত্র নিয়ে তাকে বাড়ি নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাক্তার হিব্র“ল বারি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওমানফেরত ওই যুবক জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। এরপর আমরা চিকিৎসা শুরু করলে তার অবস্থার উন্নতি হয়। পরে রাতে হাসপাতাল থেকে তাকে নিয়ে যান পরিবারের সদস্যরা। ওমান থেকে আসার কারণে তাকে সন্দেহ করা হলেও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন।’