আরিফ আহম্মেদ : এসএসসি ও সমমান পরীক্ষার্থী এ বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩ জন ও তারাকান্দা উপজেলার ১ জন শিক্ষার্থীর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১ মার্চ) সকাল ১১টায় শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাযা নামাজ সম্পন্ন হয়। নিহতরা হলেন- ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের রমজান আলীর ছেলে রাকিবুল ইসলাম হৃদয় (১৪), মৃত আব্দুল মজিদের ছেলে ইয়াসিন মিয়া (৯), আব্দুল হকের ছেলে আরশাদুল আলম ও তারাকান্দা উপজেলার বিসকা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মাহবুবুল হাসান (১৬)।
তন্মধ্যে তিনজন ঘটনাস্থলে অন্যজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আরো দুই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার রাত নয়টার দিকে বিরিশিরি সড়কের দূর্গাপুর কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।