ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ছলিমপুরে গ্রাম বাংলার জনপ্রিয় হা ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছলিমপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের চান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল জলিল মাস্টার, স্থানীয় সমাজসেবক ওমর ফারুক, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব দেলোয়ার জাহান সুয়েল, বাংলাদেশ পুলিশে কর্মরত ক্রিড়া ব্যক্তিত্ব হেলাল উদ্দিন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

খেলাটি স্থানীয় বিবাহিত লাল দল ও অবিবাহিত সবুজ দল অংশ গ্রহণ করেন । ৫০ মিনিট সময় ধরে দু'দলের খেলায় বিবাহিত লাল দল ১-০ পয়েন্টে জয় লাভ করে। চ্যাম্পিয়ন দলকে একটি খাসি এবং রানার আপ দলকে একটি মোবাইল সেট তুলে দেন খেলা পরিচালনা কমিটি।

খেলাটি পরিচালনা করেন ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সরকার ।

শান্তিপ্রিয় ভাবে অনুষ্ঠিত খেলাটিতে নারী পুরুষ সহ প্রায় দুই হাজার লোকের উপস্থিতি ছিল।