নির্মলেন্দু সরকার বাবুল : নেত্রকোনার দুর্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রোববার পালিত হচ্ছে মহাসপ্তমী। এদিন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিন। সারা দেশের মতো শনিবার রাতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় এ দুর্গোৎসব শুরু হয়। এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে দেবী দুর্গার মর্ত্যে আগমনের খবর জানান দেওয়া হয়। পূজার মন্ত্রোচ্চারণ, আরতি আর মাইকের আওয়াজে মন্ডপগুলো ছিল মাতোয়ারা। মন্ডপে মন্ডপে পূজার মধ্য দিয়ে করা হয় দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা।
উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, সরকারী নির্দেশনা মেনে দুর্গাপুর উপজেলায় এবার প্রায় ৬১টি মন্ডপে পূজা উৎযাপন করা হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান বলেন, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুর্গাপুরের সকল পুজামন্ডপে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সকলের সহযোগিতায় আশা করছি শারদীয় পুজা ভালো ভাবে সম্পন্ন করতে পারবো।