গোলাম রব্বানী টিটু : শেরপুরের ঝিনাইগাতীতে সোমবার পূজা মন্ডপ পরিদর্শন ও অর্থ প্রদান করেছেন শেরপুর-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। সদরের বাবু অনন্ত কুমার রায়ের নিজ বাড়িতে উপজেলার ১৮টি মন্দিরের সভাপতি/সম্পাদকদের নিয়ে আলোচনা সভা ও অর্থ প্রদান করা হয়।

পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র সেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চাঁন । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, ওসি মনিরুল আলম ভূইয়া, বিটিভির সাংবাদিক দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ।

এ সময় প্রধান অতিথি পূজারিদের দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক মন্ডপের জন্যে নগদ সাড়ে তিন হাজার টাকা প্রদান করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন।