স্টাফ রিপোর্টার : হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিভিন্ন মন্ডপের পূজারীদের মাঝে বিভিন্ন ফল উপহার দেন শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান। রোববার (২অক্টোবর) রাতে থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মন্ডপে এসব উপহার সামগ্রী পৌছে দেন তিনি।
এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক, নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেনসহ পূজারীরা উপস্থিত ছিলেন।