ময়মনসিংহের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম, পিএএমএস। পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামপ্রদায়িক সম্প্রীতি অন্যন্য উদাহরণ স্থাপন করতে সক্ষম হয়েছে।

“ধর্ম যার যার-উৎসব সবার” এই চেতনা নিয়ে আমরা বাংলাদেশে মিলেমিশে বসবাস করছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশক্রমে সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সকল ধর্মের সকল শ্রেণী পেশার মানুষ একসঙ্গে বসবাস করে ন্যয়ের বন্ধনে আবদ্ধ থেকে আমরা বিশ্বের বুকে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছি। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলী মানুষের মধ্যে কল্যাণ বয়ে আনুক ও পুজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়–ক।

তিনি পূজামন্ডপের নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। মন্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আনসার সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে আনসার ও ভিডিপি ’র জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)