ধনবাড়ী সংবাদদাতা : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি দিশাহারা হয়ে পড়েছে। জনপ্রিয়তা না থাকায় তারা এখন বিভিন্নভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। দলটি সুকৌশলে ধর্মকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা লুটতে চায়। তিনি বলেন, আমাদের সব সময়ই সতর্ক থাকতে হবে যেন কোনো অশুভ শক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সবাই যেন নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে, শেখ হাসিনার সরকার সে ব্যাপারে কাজ করে যাচ্ছে। ধর্মকে ইস্যু বানিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। তবে তাদের সেই আশা কখনো পূরণ হবে না।
মন্ত্রী বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে একটি চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা যদি ধর্মীয় উৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিএনপি নৈরাজ্যের মাধ্যমে আবারও ক্ষমতায় এসে শাসন ও শোষণ করতে চায়।
তাদের থেকে সতর্ক থাকতে হবে। সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলার কয়েকটি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।