কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনে সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী অধ্যাপক অপু উকিল। শনিবার মধ্যরাত থেকে শুরু করে সোমবার পর্যন্ত তাঁর সহধর্মিণী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিলকে সঙ্গে নিয়ে কেন্দুয়া উপজেলার সবকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

অপরদিকে তাঁর সহধর্মিণী অধ্যাপিকা অপু উকিল রবিবার নির্বাচনী এলাকা আটপাড়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি প্রত্যেকটি মণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও খোঁজ-খবর নেন। এমপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নগদ আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার।

উল্লেখ্য, কেন্দুয়া উপজেলার ৪৮টি পূজামণ্ডপে ধুমধামভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। এমপি অসীম কুমার উকিলের নির্দেশনায় এবার সকল পূজামণ্ডপেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মন্ডপগুলোর নিরাপত্তা দ্বায়িত্বে রয়েছে পুলিশ, গ্রাম পুলিশ, আনসার ও সেচ্ছাসেবক টিম।

তাছাড়া পুলিশের ও আনসার বাহিনীর ৪টি মোবাইল টিম নিরাপত্তার দ্বায়িত্বে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। মন্ডপগুলোর সার্বিক তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ ও কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম।