হালুয়াঘাট প্রতিনিধি : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বিশ্বের মুসলিম সম্প্রদায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসকে ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকেন। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে মাইজভান্ডারী যুব পরিষদের পক্ষ থেকে উপজেলার নাগলা বাজার থেকে এক বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিকুরিয়া মাদ্রাসা এ গাউছুল আজম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে সন্ধ্যার পর ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। সভায় পীরজাদা সৈয়দ আলমগীর ফজল আল মাইজভান্ডারীর সভাপতিত্বে ও পীরজাদা মাও. সৈয়দ ইকবাল ফজল আল হাসানী আল মাইজভান্ডারী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান চিশতী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুত্তাকিন ফজল মাইজভান্ডারী, সৈয়দ সাজিদ চিশতী প্রমূখ। উল্লেখ্য, প্রতিবছর উপজেলায় বিশেষ মর্যাদায় বিশেষ এ দিনটি উদ্যাপন করেন মাইজভান্ডারী ভক্ত ও আশেকানবৃন্দ।