কেন্দুয়া প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার নেত্রকোণার কেন্দুয়ায় উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি উদ্যাপন উপলক্ষে দরবার-এ-গাউছে হাওলা হয়রত শিবলী মঞ্জিলের পক্ষে সকালে কেন্দুয়া খানকা শরীফের উদ্যোগে বিভিন্ন শ্লোগানে লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং চাঁদ-তারা খচিত ও বিভিন্ন ইসলামী বাণী লেখা সবুজ পতাকা হাতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বা শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলল্লাহ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কেন্দুয়ার আকাশ-বাতাস। জুলুস দেখতে সড়কের পাশেও জড়ো হয় হাজার হাজার জনতা। জশনে জুলুসের নেতৃত্ব দেন চট্টগ্রাম বোয়ালখালীস্থ দরবার-এ-গাউছে হাওলা হয়রত শিবলী মঞ্জিলের বর্তমান গদীনসিন পীরজাদা সুফিরাজ আলহাজ্ব হয়রত শাহ্ সুফি মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী।

এছাড়াও দরবার-এ-গাউছে হাওলা হয়রত শিবলী মঞ্জিলের বর্তমান গদীনসিন পীরজাদা সুফিরাজ আলহাজ হয়রত শাহ্ সুফি মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। এ সময় এমপি অসীম কুমার উকিল বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি মানব জাতিকে সঠিক পথ দেখাতেন। পৃথিবীর সকল ধর্মের মানুষ উনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগের সভাপতি এড আব্দুল কাদির ভূঁঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঁঞা প্রমুখ। এরআগে ১২ রবিউল আউয়াল উপলক্ষে উপজেলার মাসকা ইউপি’র পনকেন্দুয়া হাফিজিয়া মাদ্রাসা ও মোহাম্মদীয়া এতিমখনায় মহানবীর জীবনীর উপর আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য অসীম কুমার উকিল।