অনলাইন ডেস্ক : করোনা মহামারির কারণে বিশ্ব ইজতেমা তিন বছর বন্ধ থাকার পর আগামী বছর টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী বছরের ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২য় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতির পরিকল্পনা নিয়েছেন তাবলিগ জামাতের মুরুব্বিরা। এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজি বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করেন। বুধবার বিষয়টি জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি।
আয়োজক কমিটির মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, আমরা আশা করছি এবার বিশ্ব ইজতেমা হবে। ইজতেমা হওয়ার খবর পেয়ে মুসল্লিদের মাঝে খুশির বন্যা বইছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আসাদুজ্জামান খাঁন কামাল এই তারিখ ঘোষণা করেন।