ষ্টাফ রিপোর্টার ঃ গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আহবায়ককে লাঞ্চিত করায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে, এ এস আই মোশারফ হোসেন এ খবরের সত্যতা স্বীকার করেছেন। গত ৭ নভেম্বর রাতে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক সবুজ পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার ও প্রতিদিনের বাংলাদেশ অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা বাদী পক্ষ নানা ভাবে ভয়ভীতি সহ মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রানীর করার হুমকী প্রদান করছে।

উল্লেখ্য ৫ নভেম্বর রাতে গফরগাঁও থানা থেকে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে স্থানীয় খায়রুল্লাহ সরকারী হাই স্কুলের সামনে এলে গফরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও গফরগাঁও সরকারী কলেজের ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মারুফ আহাম্মেদ তার দলবল নিয়ে সাইফুল ইসলাম বাবুল এর পথরোধ করে এবং উপজেলা প্রেসক্লাব করতে নিষেধ করে। তাদের নিষেধ না মানলে তারা সাইফুল ইসলাম বাবুলকে লাঞ্চিত করে।