অনলাইন ডেস্ক : খেলার প্রথমার্ধ শেষ না হতেই সৌদি আরবের জালে চারবার বল জড়িয়েছিল আর্জেন্টিনা। তবে এরমধ্যে তিনবারই আক্ষেপে পুড়তে হয়েছে আর্জেন্টাইনের। কারণ, চারবার বল জালে জড়িয়েও আর্জেন্টিনার স্কোরলাইন কেবল ১-০।
আর্জেন্টিনা ৪ বার বল জালে জড়ালেও তিনবার অফসাইডের কারণে গোলই হয়নি আকাশি-নীল জার্সিধারীদের। ম্যাচের ১০ম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচের ২২তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারতো তারা। তবে মেসি বল জালে জড়ালেও অফসাইডে গোল বঞ্চিত হয় লে আলবিসেলেস্তেরা। এরপর আবারও অফসাইডের ফাঁদে পড়ে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা দল।
২৭তম মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে গিয়ে আর্জেন্টাইন গোল উদযাপনে ব্যস্ত হলেও ভিএআরে চেক করেন রেফারি। পরে ভিএআরে দেখে গোল বাতিল করে দেওয়া হয়।
প্রথমার্ধের ৩৪তম মিনিটে আবারও অফসাইডের ফাঁদে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা দল। এবারও দুর্ভাগ্যের শিকার হওয়া ফুটবলার হলেন মার্টিনেজ।