বাকৃবি সংবাদাদাত : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সার্বিক তত্ত্ববধায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে বাকৃবি কৃষি অনুষদ সম্মেলন কক্ষে সোমবার বেলা ১২টায় ধানের বীজ (ব্রিধান ৭৯, ব্রিধান ৯২) এবং সরিষা বীজ (বাউ সরিষা ১, বাউ সরিষা ২, বাউ সরিষা ৩) বিনামূল্যে বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমাদের খাদ্য রপ্তানির করার চিন্তা ও চেষ্টা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বাকৃবি পরিবার সব সময় সরকারের পাশে থেকে এ লক্ষ্য পূরণে সহযোগিতা করে যাবে।
কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ. বি. এম. আরিফ খান রবিন। উলেখ্য, ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী উক্ত অনুষ্ঠান থেকে ধান এবং সরিষার বীজ সংগ্রহ করে।