হালুয়াঘাট প্রতিনিধি : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২ এনএটিপি -২ প্রজেক্টের আওতায় ব্লক ক্লাস্টার রোপা আমন প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওয়ারিন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রামের আওতায় ব্লক ক্লাষ্টার রোপা আমন ব্রিধান ৭১ এর মাঠ দিবস উপজেলার খন্দকপাড়া ব্লকের রঘুনাথপুর গ্রামে অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ধান সিআইজি সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুশীল ঘাগড়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ ন ম মাহবুবুল হক অপু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম সহ স্থানীয় কৃষক কৃষাণীবৃন্দ। পরে ব্রিধান ৭১ ধানের জমি ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, রঘুনাথপুর সিআইজিতে আমরা ব্লক ক্লাস্টার রোপা আমন ব্রিধান ৭১ এর প্রর্দশনী দিয়েছিলাম।

আমরা একরে ৬০ মণ ধান পেয়েছি। খুব অল্প সময়ে ধানের এমন ফলনে কৃষকরাও খুবই আনন্দিত। এই জাতের ধানে কাটার পর কৃষকগণ সরিষা আবাদ করবে। এতে প্রোটিনের চাহিদা পূরণ হবে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শুশীল ঘাগড়া একজন ভালো কৃষক। উনি নিজে এবার বীজ সংরক্ষণ করবে এবং আগামীতে আগ্রহী কৃষকদের কাজে বীজ হিসেবে বিক্রি করবে।