হেক্সা জয়ের লক্ষ্যে কাতার বিশ্বকাপে খেলতে এসেছে ব্রাজিল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে তারা। যেখানে দলে ফিরেই গোল করেছেন নেইমার জুনিয়র।
এমন ম্যাচের একদম শুরুতেই গোলের দেখা পেয়েছে ব্রাজিল। সপ্তম মিনিটে কোরিয়ার জালে বল জড়িয়ে স্কোরশিটে নাম তুলেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
এরপর ম্যাচের ১১তম মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রিচার্লিসন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নেইমার। স্পট কিক থেকে সহজের বল জালে জড়ান তিনি।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ নকআউট রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে নিয়েই ব্রাজিল একাদশ সাজিয়েছেন কোচ তিতে। মূলত ক্যামেরুনের বিপক্ষে হারের ম্যাচটির একাদশ পুরোটাই পালটে ফেলে নতুন একাদশ নামিয়েছেন তিনি।