নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই নদীর ওপর স্থাপিত রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় আসন্ন বোরো মৌসুমে ১০ হাজার একর জমির আবাদ হুমকির মুখে পড়েছে। তাই এলাকার কৃষকরা কর্তৃপক্ষের কাছে দ্রুত রাবার ড্যাম সংস্কারের জন্য দাবি জানিয়েছেন। জানা গেছে, ১৯৯৬ সালে নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা এলাকায় ভোগাই নদীর ওপর ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘের রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে এ রাবার বাঁধের মাধ্যমে ৮ কিলোমিটার নদীর উজানে পানি মজুত করা হয়। এই পানি ১১টি খালের মাধ্যমে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ১০ হাজার একর আবাদি জমি সেচ সুবিধা পায়। কয়েক বছর যাবত রাবার ড্যামের ভাটিতে ইটের গাঁথুনি ভেঙে ক্ষতবিক্ষত হয়েছে। এতে রাবার ড্যাম ও সেতুটি ঝুঁকিতে রয়েছে।
কোন্নগর গ্রামের কৃষক নুরুজ্জামান বলেন, রাবার ড্যাম ও সেতুটি নির্মাণ করার ফলে আমরা অনাবাদি জমি আবাদ ফসল করতে পারছি আর সেতু দিয়ে সহজেই নালিতাবাড়ী শহরে যাতায়াত করতে পারছি। দুই দিক দিয়েই আমরা লাভবান হয়েছি। গত কয়েক বছর ধরে রাবার ড্যামের উজানে ও ভাটিতে বালু তোলার পর থেকে ড্যামের ভাটিতে এমন ভাঙন দেখা দিয়েছে। আমরা দ্রুত এর সংস্কারের দাবি জানাই।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার আলমগীর কবীর বলেন, ওই রাবার ড্যামটি একটি নির্বাচিত পরিচালনা কমিটির মাধ্যমে রক্ষণাবেক্ষণসহ যাবতীয় কার্যাবলী চলার নিয়ম। কিন্ত দীর্ঘদিন ধরে ওখানে কোনো কমিটি নেই। খুব শীঘ্রই একটি নির্বাচিত পরিচালনা কমিটি গঠন করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্থ জায়গাগুলো দ্রুত সংস্কার করা হবে।