অনলাইন ডেস্ক : বিশ্বকাপ চলছে কাতারে। সেই জ্বরে কাঁপছে ফুটবল পাগল দুনিয়া। কিন্তু সবার তো গ্যালারিতে বসে বৈশ্বিক আসরের উন্মাদনায় মেতে উঠার সুযোগ ও সামর্থ্য নেই। খেলার মাঠের তরতাজা উত্তেজনার স্বাদ পেতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে হৈ-হুল্লোড়ে গলা ফাটিয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের বীরত্বে ভারতকে এক উইকেটে হারিয়ে দর্শকদের ভিন্ন রকম রোমাঞ্চে ভাসিয়েছেন টাইগাররা। যে কারণে দ্বিতীয় ম্যাচেও ছিল উপচে পড়া ভিড়। টিকিটের জন্য ছিল হাহাকার। অনেকে তো টিকিট কেটেও ঢুকতে পারেননি। গুঞ্জন রটে যায় ‘টিকিট ছাড়াই’ মাঠে প্রবেশ করেন অনেকে। মিরাজের বিস্ময়কর সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচেও আসে অবিশ্বাস্য জয়। সঙ্গে ছিল মাহমুদউল্লাহের দুরন্ত ফিফটির ঝলক।
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটি হবে চট্টগ্রামে। সন্দেহ নেই এ ম্যাচের টিকিটের জন্য কাড়িকাড়ি লেগে যাবে। আগামীকাল শুক্রবার থেকে পাওয়া যাবে বাংলাদেশ-ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডের টিকিট। ২০০ টাকায় মিলবে মাঠে বসেই খেলা দেখার সুযোগ। তবে সেটা ওয়েস্টার্ন গ্যালারিতে। ক্রিকেট অনুরাগীরা ইস্টার্ন গ্যালারির টিকিট কিনতে পারবেন ৩০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটের জন্য আরও একটু বেশি খরচ করতে হবে। দাম পড়বে ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট বিক্রি হবে ১০০০ টাকায়। রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম একটু চড়া। এজন্য খরচ পড়বে ১৫০০ টাকা।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হবে টিকিট বিক্রি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে। ম্যাচের দিনও খোলা থাকবে টিকিট কাউন্টার।
টানা দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ১২টায়।