স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ফুটবল জাদু দেখিয়েই চলেছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজে গোল করলেন। সতীর্থ হুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করালেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্যুতি ছড়িয়ে আর্জেন্টাইন এ সুপারস্টার পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ক্রোয়াটদের বিপক্ষে ৩-০ গোলে জিতে আট বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
দাপুটে জয়ের ম্যাচে নতুন এক কীর্তিও গড়েছেন বিশ্বসেরা এ ফুটবলার। প্রথম খেলোয়াড় হিসেবে ফুটবলের মহামঞ্চে ১০টি ম্যাচসেরার পুরস্কার জিতে নতুন ইতিহাস লিখেছেন মেসি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ম্যাচসেরা হওয়ার রেকর্ডটা আগে থেকেই এ ফুটবল মহাতারকার দখলে ছিল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে চারবার ম্যাচসেরা হয়েছিলেন তিনি। নিজের গড়া সেই পুরোনো রেকর্ডটাই এবার স্পর্শ করলেন মেসি। ফাইনালে থাকবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ।
সব মিলিয়ে বিশ্বকাপে সাতবার ম্যাচসেরা হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনে থাকা অ্যারিয়েন রোবেন ম্যাচসেরা হয়েছেন ৬ বার। আর কাইলিয়ান এমবাপ্পে, লুকা মদ্রিচ ও লুইস সুয়ারেজ ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন পাঁচবার করে। কাতার বিশ্বকাপে এ নিয়ে চতুর্থবারের মতো ম্যাচসেরা হলেন মেসি। ছয় ম্যাচ খেলেছেন, যার মধ্যে চারটিতেই ম্যাচসেরা!