স্পোটর্স ডেস্ক : ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ। ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থাপিত পুরস্কার বিতরণ মঞ্চে সবার শেষে ডাক পড়ল লিওনেল মেসির। বিশ্বকাপের সোনালি ট্রফি উঠিয়ে ধরতে তর সইছিল না আর্জেন্টাইন অধিনায়কের।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যখন তার সঙ্গে কথা বলায় ব্যস্ত, তখন মেসির চোখ ট্রফির দিকে। আর হাত জোড়া বারবার ঘষছিলেন, যেন ট্রফি তুলে নিতে তা চুলকাচ্ছে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফিফা সভাপতি মেসির হাতে তুলে দেন অধরা সেই ট্রফি। এরপর বিজয়ী মঞ্চে শুরু হয় উদযাপন। এর আগে অবশ্য বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গ্রহণ করেন গোল্ডেন বল।
কাতার বিশ্বকাপের ট্রফি হাতে মেসি বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চাই।’ অনেকের ধারণা ছিল, বিশ্বকাপ জয়ের পর জাতীয় দল আর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ৩৫ বছর বয়সী মেসি। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। তিন তারকা সংবলিত জার্সি গায়ে চাপিয়ে খেলে যাওয়ার ঘোষণা দিলেন লিওনেল মেসি।