স্পোটর্স ডেস্ক : ফিরে আসা নয়—এ যেন অভ্যুদয়! বিশ্বকাপ হাতে লিওনেল মেসিকে দেখে পৃথিবী এখন গাইতে পারে—মহারাজ একি সাজে এলে হৃদয়পুর মাঝে/চরণতলে কোটি শশী সূর্য মরে লাজেৃ বিশ্বকাপ জেতা শেষ। এটাই সেই মাহেন্দ্রক্ষণ, যা আট বছর আগে (২০১৪) মারাকানায় ধরা দিতে দিতেও দেয়নি। সেদিন এই বিশ্বকাপটাই পোডিয়ামে রাখা ছিল। তিনি পাশ দিয়ে যেতে যেতে পলকের জন্য দেখলেন। তারপর অপেক্ষা।

মাঝে পৃথিবীর অসুখ হলো। তিনি ফুটবল ছাড়লেন। ফিরলেন। কোপা জিতলেন। একটা বিশ্বকাপ চলে গেল। সাতটা ব্যালন ডি’অর ক্যাবিনেটে জমা হলো। কত গোল, ট্রফি, অ্যাসিস্ট—তারপর এলো কাতার বিশ্বকাপ।

এমন ফাইনালে সময়ের গতি স্তব্ধ হয়ে যায়। তিনি মেসি, ফুটবলের রাজাধিরাজ, দুটি গোল করে স্তব্ধ সময়ের বুকে ঢেউ তুলতে চেয়েছিলেন। যুবরাজ কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করে থামিয়ে দিলেন। ফুটবল ইতিহাসের সেরা ফাইনাল গড়াল পেনাল্টিতে।

ভাগ্যের দ্বিধাথরথর চূড়ায়। এমিলিয়ানো মার্তিনেজ বাঁচালেন। ৩-৩ গোলের মহাকাব্যিকতা থেকে ভাগ্য পরীক্ষায় যাওয়া ফাইনাল জিতে বিশ্বকাপ হাতে নিল আর্জেন্টিনা। আসলে মেসি। একদিন যে দেশ দিয়েগো ম্যারাডোনার নামে পরিচিতি পেত। আজ থেকে তা মেসিময়।