ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাও পূর্বপাড়া ফোরকানিয়া মাদরাসা মাঠে বুধবার সকালে প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতকালীন সরজির বীজ ও নেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্টের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন ঝিনাইগাতীর তত্বাবধানে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে এ শীতকালীন সবজির বীজ ও নেট বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাড়ির আঙিনায় সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রির মাধ্যমে বাড়তি আয় নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন।
বিংস প্রজেক্ট সমন্বয়কারী সূজিত চিসিমের সঞ্চালনায় অন্যদের মধ্য থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা রাজু আহাম্মেদ, এ.টি.এম আরিফুল ইসলাম,মাসুদ পারভেজ,সাংবাদিক হারুন আর রশীদ,ইউপি সদস্য রাজু সরকার ও রবিউল ইসলাম বক্তব্য রাখেন। পরে ২০০জন প্রতিবন্ধী পরিবারের মাঝে ১৩ প্রকারের শীতকালীন সবজির বীজ ও নেট বিতরণ করা হয়।