স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চক রাধাকানাইয়ে আঞ্চলিক ইজতেমা মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই স্থানে একই সময়ে দুই পক্ষ ইজতেমা আহ্বান করায় সংঘর্ষের শঙ্কায় এই আদেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের পাশে চকরাধাকানাই ইজতেমা মোড় সংলগ্ন মাঠে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আহ্বান করেন স্থানীয় বাসিন্দা মুখলেছুর রহমান ওরফে মুকুল মাস্টার এবং মো. নুরুল ইসলাম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষের শঙ্কা দেখা দেয়। মঙ্গলবার বিকালে ইউএনও নাহিদুল করিম ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ইজতেমাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যার পর ১৪৪ ধারার ঘোষণা দেন ইউএনও।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ইজতেমাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম।