বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ হতে বাদ জুমা পর্যন্ত ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন বাবে বরকত, দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হচ্ছে আশেকে রাসুলদের মিলনমেলা বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন। মহান সংস্কারক বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানের ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষ্যে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের আহ্বানে পৃথিবীর ৩০টি দেশের প্রতিনিধিসহ দেশের ৬৪ জেলা হতে লাখ লাখ আশেকে রাসুল ও ধর্মপ্রাণ মুক্তিকামী মানুষ যোগদান করেছেন।

এ সম্মেলনটি আওলিয়ায়ে কেরাম, সুফিসাধক ও আশেকে রাসুলগণের পুণ্যময় ঐতিহাসিক শান্তির মহাসমাবেশ। সম্মেলনে অংশ গ্রহণের জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত সুইডেন, জাপান, সাইপ্রাস, ডেনমার্ক, ইতালি, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিগণ যোগদান করেছেন।

এই সম্মেলনে ইসলামি গবেষক, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও সুধীগণ বক্তব্য প্রদান করবেন। বাদ জুমা সম্মেলনের আহ্বায়ক, মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর তাঁর মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করবেন। (মিডিয়া সেল)